Site icon Aparadh Bichitra

ওজনে কারচুপির অভিযোগে ৪ মাংস বিক্রেতাকে সাজা

রাউজানের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি এবং ওজনে কারচুপির অভিযোগে ৪ মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

 

আজ বৃহস্পতিবার উপজেলার নোয়াপাড়া পথেরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজার নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সূত্রে জানা যায়, ২০০৯ এর নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩৩ ও ৩৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮, ৩৯,৪০,৪৫ ও ৫৩ ধারার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের পুত্র image মনছুর (৩৮) কে ১৫ দিন, একই এলাকার মৃত ওমর আলীর পুত্র আলী আকবর (৪০) কে ১৫ দিন, মৃত তনু মিয়ার পুত্র ইমান আলী (২৮) কে ১৫ দিন ও মৃত আব্দুল রাজ্জাকের পুত্র আবুল বাশার (৩৬) কে এক মাসের দন্ডাদেশ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা বলেন, রাউজানবাসীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।