Site icon Aparadh Bichitra

নিষিদ্ধ পণ্য সরিয়ে নিতে সাঁড়াশি অভিযান

৫২টির পণ্যের ওপর হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার পরও সেগুলো বাজারে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তাই এসব পণ্য সরিয়ে নিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

শনিবার (১৮ মে) ঢাকা মহানগরীর কাওরানবাজার ও নিউমার্কেট এলাকায় এ বাজার তদারকি পরিচালনা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মাসুম আরেফিন, আফরোজা রহমান ও ইন্দ্রানী রায় এ বাজার তদারকি করেন। মাসুম আরেফিন জনমত ডটকমকে বলেন, ‘তদারকিকালে হাইকোর্টের আদেশ ৫২টি পণ্য বাজার হতে প্রত্যাহার করা নির্দেশনা পালন না করায় কাওরানবাজার এলাকায় নাসির স্টোরকে ১০ হাজার টাকা, নিউমার্কেট এলাকায় জব্বার স্টোরকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’ মাসুম আরেফিন জানান, এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে আরও ১৪টি প্রতিষ্ঠানকে ৬১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ সার্বিক সহায়তা করেছে।