Site icon Aparadh Bichitra

ক্ষতিকর রঙ মিশিয়ে পোড়া তেল দিয়ে চানাচুর তৈরি

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙ মিশিয়ে পোড়া তেল দিয়ে চানাচুর তৈরি করা হচ্ছে। গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার পাটগাতি বাসস্ট্যান্ডের মেসার্স বাদল চানাচুর ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটেছে।

 

এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ মে) এ জরিমানা করেন সহকারী পরিচালক শামীম হাসান। শামীম হাসান জনমত ডটকমকে বলেন, ‘বাজার তদারকিতে গিয়ে এ চিত্র দেখি। এই ধরনের কাজ কারখানার মালিক দীর্ঘদিন ধরে করছিলেন বলে অভিযোগ ছিল। নোংরা, অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ধূলা বালিময় পরিবেশে খোলা অবস্থায় তিনি চানাচুর তৈরি করছিলেন। প্যাকেটের গায়ে খুচরা মূল্যও নেই। যেখানে প্যাকেটিং করে রাখা হয়েছে, তা অপরিচ্ছন্ন। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২, ৪৩ ও ৩৭ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে কারখানার পরিবেশ উন্নয়ন, চানাচুরে ক্ষতিকর রঙ যাতে আর না মেশায় সেজন্য সতর্ক করা হয়েছে।’ শামীম হাসান জানান, এছাড়া পাটগাতি বাজারে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে ৫২টি পণ্য প্রত্যাহার করার জন্য তদারকি করা হয়। এ সময় একটি মুদি দোকান ব্যতীত কোনও দোকানে এসব পণ্য পাওয়া যায়নি। মুদি দোকানটিতে থাকা ৩৯ কেজি এসিআই লবণ জব্দ ও স্পটে ধ্বংস করা হয়।