বিভিন্ন রেস্তোরাঁকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা

1
2094

বিপুল পরিমাণ বাসি ইফতার বিক্রয়ের উদ্দেশ্যে কাঁচা মাংসের সাথে ফ্রিজের‌ একই চেম্বারে খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট, বিয়ে বাড়ি রেস্তোরাঁকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ইন্দ্রানী রায় জানান, ক‍্যাফে ধানমন্ডি, সুচিলি রেস্টুরেন্ট ও বিয়ে বাড়ি রেস্তোরাঁকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। বাসি ইফতার বিক্রির উদ্দেশ্যে কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজের‌ একই চেম্বারে খোলা অবস্থায় সংরক্ষণের অপরাধে এ জরিমানা করা হয়। রেস্টুরেন্ট তিনটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া লাইলাতি রেস্টুরেন্ট ও পিন্টু মিয়ার ইফতারিকে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়। তদারকি কাজে এপিবিএন-১ এর সদস‍্যরা সার্বিক সহযোগীতা করেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 4 =