Site icon Aparadh Bichitra

৩টি প্রতিষ্ঠানকে ৮লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর মহানগরীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার অপরাধে ভেজাল বিরোধী অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি প্রতিষ্ঠানকে ৮লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

 

২১ মে ২০১৯ইং ঢাকা মহানগরীর যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস এলাকায় অবস্থিত রসের কারখানা পরিদর্শন ও বিপুল সংখ্যক মাছি মিষ্টির উপর পড়ে থাকায় এবং ঘি বানানো জন্য ক্রিমের মধ্যে ফড়িং ডুবে থাকা, দই এর অ্যাডভান্স উৎপাদন দেওয়াসহ বিভিন্ন অনিয়মে ওই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। অন্যদিকে রাজধানীর কোনাপাড়ায় অবস্থিত কুমিল্লা মিষ্টান্ন ভান্ডার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে অবৈধ প্রক্রিয়ায় মশার কয়েল উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে এ্যাটাক কিং নামক কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এ অভিযানে সার্বিক তদারকি করেন ও সাথে ছিলেন, সহকারী পরিচালক ইন্দ্রানী রায় ও এ অভিযান পরিচালনা করেন, উক্ত দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল। জব্বার মন্ডল এ অভিযান শেষে বিভিন্ন টিভি মিডিয়া, প্রিট, ও অনলাইন মিডিয়ার কর্মকর্তা এবং সংবাদ কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য জানতে পারি, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন, তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন। এই জন্য সংবাদ মাধ্যমের সবাইকে ধন্যবাদ জানান তিনি। উক্ত অভিযানে বিশেষ নিরাপত্তায় ছিলেন, এপিবিএন-১১ এর সদস্যগণ। আজ এ অভিযান সম্পর্কে জানতে চাইলে আব্দুল জব্বার মন্ডল বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।