ঝগড়া থামাতে গিয়ে এক সেনিটেশন মিস্ত্রির করুণ মৃত্যু

0
565

নারায়ণগঞ্জের বন্দরে বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে এক সেনিটেশন মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯ টায় বন্দর উপজেলার বুরুন্দী বিলে এ ঘটনাটি ঘটে।

 

নিহত সেনিটেশন মিস্ত্রির নাম জামাল মিয়া (৫০)। সে বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার মৃত মরন আলী বেপারীর ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে রোববার সকল ৯ টার দিকে জামাল মিয়া বুরুন্দী এলাকার একটি বিলে কাজে আসে। ওই সময় বিলের মধ্যে বিষাক্ত কিং কোবরা ও গুইসাপের মধ্যে ঝগড়ার দৃশ্য তার নজরে পরে। তখন সে ঢিল ছুড়ে ঝগড়া থামাতে গিয়ে বিষাক্ত সাপের ছোবলে আক্রান্ত হয়। পরিশেষে তাতেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =