৪ টি প্রতিষ্ঠানকে মোট জরিমানা করা হয় ৩২,০০০ টাকা

1
1171

ঈদকে সামনে রেখে কসমেটিক্সের দোকান গুলোতে ক্রেতাদের ভীড়। অন্যদিকে তৎপর অসাধু ব্যবসায়ীরা। আসলের পাশাপাশি নকল প্রসাধনী তুলে দিচ্ছে ক্রেতাদের হাতে। অপর দিকে ভোক্তা অধিকারও সোচ্ছার এসব অসাধু ব্যাবসয়ীদের বিরুদ্ধে।

 

মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ শহরে অবস্থিত তৃপ্তি প্লাজায় বাদল বিপণীতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব আসাদুজ্জামান রুমেল। অভিযানে মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স, আমদানীকারকের স্টিকারবিহীন বিদেশী প্রসাধনী বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ২৫,০০০ টাকা এবং জব্দ করা হয় নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী। এর আগে পৌরসভার নয়াকান্দির বাজারে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠান থেকে মোট ৫২ কেজি নিষিদ্ধ মোল্লা সল্ট জব্দ ও ধ্বংস করা হয়। সেই সাথে প্রতিষ্ঠান ২ টি কে (বাদশা ট্রেডার্স ৩,০০০ টাকা ও সফি ষ্টোর ২,০০০টাকা) জরিমানা করা হয় ৫,০০০ টাকা। চালের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় হাসেম ষ্টোরকে জরিমানা করা হয় ২,০০০ টাকা। অভিযানে ০৪ টি প্রতিষ্ঠানকে মোট জরিমানা করা হয় ৩২,০০০ টাকা। সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × five =