সংবাদ কর্মীকে বালের সাংবাদিক বললেন চকরিয়ার এসিল্যান্ড

1
1025

একজন সংবাদ কর্মীকে বালের সাংবাদিক বলার ক্ষমতা চকরিয়ার দূর্নীতি পরায়ন এসিল্যান্ড কোথাই পেয়েছে।

এসিল্যান্ড অফিসের ঘুষখোর স্টাফদের অনিয়ম দুর্নীতি ও অফিস সহকারি তপনের বদলী অাদেশ বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংবাদ প্রচার পরবর্তী ফলোআপ নিউজের তথ্য সংগ্রহ করতে গিয়ে এসিল্যান্ডের হাতে নাজেহাল ও অসাদাচরণের শিকার হন প্রেসক্লাবের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ।

এসব সংবাদ প্রকাশের পর বেরিয়ে আসছে নানা অনিয়ম দূর্নীতির খতিয়ান। খোদ, এসিল্যান্ডের অধীনস্থ এক তহসিলদার কান্না জড়িত কণ্ঠে বললেন, এরকম দূর্ব্যবহারকারী এসিল্যান্ড অতীতে ছিলনা। ‘আমি ও আমার অফিস দূর্নীতিমুক্ত’। সাইন বোর্ডে লেখা থাকলেও ভেতরে চলছে অন্যরকম। তাই সচেতন মহল এসিল্যান্ড ইখতিয়ার উদ্দিন আরাফাতের অপসারণ ও শাস্তি দাবী করেন। এনিয়ে ভূক্ত বিএম হাবিব উল্লাহসহ ভূক্তভোগিরা উর্ধ্বতন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। এসিল্যান্ডের মতো সাংবাদিক হাবিব উল্লাহও একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি।

এদিকে উক্ত নন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে চকরিয়া প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + ten =