১০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

0
674

সীমান্ত শহর টেকনাফ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ইয়াবা কারবারি ধারাবাহিক নিহত হওয়া এবং পুলিশের হাতে ইয়াবা কারবারিদের আত্মসর্মপনের ঘটনার পর থেকে টেকনাফে বড় ধরনের ইয়াবার চালান পাচারের ঘটনা কমলেও বেড়েছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবার চালান পাচার।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইয়াবার একটি বড় চালান বালুখালী ক্যাম্পে ঢুকার পথে ইয়াবা কারবারিদের ধাওয়া করে উখিয়া থানা পুলিশ ১০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের সহ একদল পুলিশ বালুখালী পানবাজারের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে সড়কের ব্রীজের নিচে উৎপেতে অবস্থান করছিল। রাত প্রায় আড়াইটার দিকে ৪/৫ জন ইয়াবা কারবারি ইয়াবার চালান নিয়ে ব্রীজ পার হতেই তাদেরকে ধরার জন্য হানা দিলে তারা ইয়াবার চালানটি রাস্তায় ফেলে যে যেদিকে পারে পালিয়ে যায়। তিনি বলেন, পুলিশের সাথে থাকা স্থানীয় চৌকিদার জুনু পালিয়ে যাওয়া ইয়াবা কারবারিদের মধ্যে হানিফ নামের একজন ইয়াবা কারবারিকে চিনে ফেলেছেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, এঘটনায় হানিফ সহ আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =