Site icon Aparadh Bichitra

মাঠে নেমেই সেই মাইলফলক স্পর্শ ইতিহাস তৈরি করলেন সৌম্য

মাঠে নেমেই ইতিহাস – বিশ্বকাপের পঞ্চম ও নিজেদের প্রথম ম্যাচে আজ ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

আজকের ম্যাচে মাঠে নামার আগে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। আর এই ম্যাচে মাঠে নেমেই সেই মাইলফলক স্পর্শ ইতিহাস তৈরি করলেন সৌম্য।

আজকের ম্যাচে মাঠে নেমেই দেশের জার্সি গায়ে নিজের ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন সৌম্য।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ভ্যান ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিলে ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।