লোহাগড়ায় মরা গরুর পচা মাংস বিক্রি দায়ে আটক-১

0
1469

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মরা গরু জবাই করে পচা মাংস বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। লোহাগড়া থানার এসআই মো. এনামুল জানান, লোহাগড়া বাজারে মরা গরু জবাই করে পচা মাংস বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে লোহাগড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ঘটনাস্থল থেকে দুই মণ (৮০ কেজি) পচা মাংস উদ্ধার করে এবং বিক্রেতার সহযোগী লোহাগড়া পৌরসভার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাচ্চু শেখ (২৫) কে আটক করেন।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাদী হয়ে মাংস বিক্রেতা সিংগা-রামপুর এলাকার বাচ্চু, ইউসুফ, সেলিম, পান্নু ও শহীদকে আসামি করে মামলা দায়ের করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন জানান, এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১১/১৯। আটককৃত বাচ্চু শেখ দোষ স্বীকার না করায় ভ্রাম্যমাণ আদালতে বিচার্য না হওয়ায় উপযুক্ত বিচারের জন্য মামলাটি লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত মাংস ধ্বংস করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকাররম হোসেন জানান, ধৃত আসামিসহ মামলার নথি আদালতে প্রেরণ করা হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 14 =