মাশরাফি বাহিনীকে ফের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

0
658

ক্যারিবীয়দের বিপক্ষে টিম টাইগারদের অবিশ্বাস্য জয়ে মাশরাফি বাহিনীকে ফের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সাকিব-লিটন দুজনকেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ অভিনন্দন জানান।

এর আগে ম্যাচ শেষ হওয়ার পরপরই অধিনায়ক মাশরাফি আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।

গতকাল সোমবার টনটনে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর এই ম্যাচে অবিস্মরণীয় জয় এনে দেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর উইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান করেছেন তিনি। তবে দুর্দান্ত এ জয়ে সাকিব সেঞ্চুরি পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি লিটন দাস। ক্যারিবীয়দের দেওয়া লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সাকিব-লিটন দুজনকেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, সাকিব আল হাসান ও লিটন দাসের অনেক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তবে, ৪৮ রানে আউট হয়ে যান তামিম ইকবাল। ছেলেটা মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি পায়নি, এ জন্য আফসোস করেছেন প্রধানমন্ত্রী। পর পর তিন বলে ছক্কা মেরেছেন লিটন দাস, প্রধানমন্ত্রী এর খুব প্রশংসা করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × five =