খাবি খা, মরে যাবি যা, পলাশির জুস কর্ণারে পচা-বাসি ফল!

1
2028

অবি ডেস্ক: দুপুরের দিকে পলাশিতে গিয়েছিলাম জুস খেতে৷ পলাশি জুস কর্ণার এ৷ জুস মুখে দিতেই কেমন জানি লাগলো৷ সাথে বুয়েটের এক ভাই ছিলো আর বঙ্গবন্ধু হলের এক ভাই৷ এরপর যখন বললাম, যে জামগুলা থেকে জুস বানিয়েছেন সেগুলো দেখান ৷ তখন দোকানের লোকটি ইতস্ততবোধ করছিল৷

বঙ্গবন্ধু হলের ঐ ভাই যখন ভিতরে গিয়ে বের করলো তখন দেখি ভিতরে এই অবস্থা৷ সবগুলোই বাসি৷ গন্ধ বের হচ্ছে৷ এগুলো নিয়ে যখন আমরা বাইরে বের হলাম এবং ভোক্তা অধিকার অফিসে ফোন দেওয়া হলো তখন দোকানের মালিক নানা জনকে ফোন দেওয়া শুরু করলো৷ এস এম হলের কিছু বড় ভাই আসলো এবং দোকানদারকে ২/৩ টা ধমক দিয়ে পচাঁ ফলগুলো ফেলে দিতে বললো৷ বললো আচ্ছা বিষয়টা আমরা দেখতেসি৷ কিন্তু তোমরা ভোক্তা অধিকার অফিসে ফোন দেওয়ার কাজটা তোমরা ঠিক করোনি৷

এরপর আমি যখন আমার পরিচয় দিলাম ও প্রতিবাদ করলাম তখন আমাকে বলে, সিনিয়রের উপর কথা বলো! এসব নেতাগিরি একুশে হলে গিয়ে করবা৷ এইখানে না৷ পলাশি দেখার দায়িত্ব এস এম হলের৷ বেয়াদবির মাফ নাই!

বুঝলাম না, অন্যায়ের প্রতিবাদ করাটা কেমনে বেয়াদবি হয়! তবে এটা বুঝেছি, এই দোকানটা বন্ধ হয়ে গেলে তার ব্যক্তিগত ঘাটতি হবে৷ হাজার সাধারন শিক্ষার্থীর ক্ষতি হলে তার তো কিছু আসে যায় না৷

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + 14 =