Site icon Aparadh Bichitra

মালয়েশিয়া যাচ্ছেন সিলেটের সেরা শিক্ষিকা আয়শা

সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা ও খাতুন দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়শা খাতুন ৭ দিনব্যাপী সরকারি শিক্ষা সফর ও প্রশিক্ষণে মালয়েশিয়া যাচ্ছেন।

সোমবার (২৪জুন) দিনগত রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ‘মডার্ন স্কুল ম্যানেজমেন্ট প্র্যাকটিস’ শীর্ষক ট্রেনিংটির আয়োজন করেছে সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এই শিক্ষা সফরে আয়শা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আরো ২২ জন সেরা প্রাথমিক শিক্ষক রয়েছেন। সফরে নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রধান আলাউদ্দিন ভূইয়া জনি।

আয়শা খাতুন জানিয়েয়েছেন, সরকারী এই শিক্ষা সফরের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষকরা মূলত মালয়েশিয়ার সেরা সেরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন। তাদের শিক্ষাপদ্ধতি পর্যবেক্ষণ করবেন।