বিধ্বস্ত হওয়ায় সেই বিমার টাকাই পাচ্ছে বিমান

0
647

মিয়ানমারের ইয়াংগুনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১২১ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছে রাষ্ট্রীয় বিমান সংস্থাটি। বিমানটির বীমা করা ছিল এবং বিধ্বস্ত হওয়ায় সেই বিমার টাকাই পাচ্ছে বিমান।

বৃহস্পতিবার (২৭ জুন) সাধারণ বীমা কর্পোরেশনের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ১৯ জুন সাধারণ বীমা কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৫৯৮তম সভায় ক্ষতিপূরণ পরিশোধের বিষয়টি অনুমোদনের কথা জানায়।

উল্লেখ্য, গত ৮ মে এস২-এজিকিউ-বোম্বারডিয়ার ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি দুর্ঘটনায় পড়ে ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ের পাশে ভেঙে তিন টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলটসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।

ইয়াংগুনে উড়োজাহাজটি যখন অবতরণ করছিল, তখন এলাকায় বৃষ্টি হচ্ছিল। এতে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। উড়োজাহাজটিতে পাইলট ও কেবিন ক্রুসহ মোট ৩৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন চাইনিজ, একজন ভারতীয়, দুইজন ব্রিটিশ, তিনজন মিয়ানমারের, একজন ডেনমার্কের, একজন ফ্রান্সের, একজন কানাডার এবং ১৫ জন বাংলাদেশের নাগরিক ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen − nine =