ঘরে সচ্ছলতা আসে সাত জিনিসের কারণে

0
692

দারিদ্র্য হল এমন একটি অর্থনৈতিক অবস্থা, যখন একজন মানুষের জীবনযাত্রার ন্যূনতম মান অর্জন এবং সামান্য আয়ের ফলে জীবনধারণের অপরিহার্য দ্রব্যাদি ক্রয় করার সক্ষমতা হারায়।

ইসলামের দৃষ্টিতে দারিদ্র্য হচ্ছে এমন এক অবস্থা, যা মানব জীবনের অব্যাহত প্রয়োজনীয় পণ্য বা মাধ্যম উভয়েরই অপর্যাপ্ততা বুঝায়।

দরিদ্রতা আসে সাত জিনিসের কারণেঃ

১। তাড়াহুরা করে নামায পড়ার কারণে!

২। দাঁড়িয়ে পেশাব করার কারণে!

৩। পেশাবের জায়গায় অজু করার কারণে!

৪। দাঁড়িয়ে পানি পান করার কারণে!

৫। ফুঁ দিয়ে বাতি নিভানোর কারণে!

৬। দাঁত দিয়ে নখ কাটার কারণে!

৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করার কারণে!

সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ

১। কুরআন তেলাওয়াত করার কারণে।

২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।

৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।

৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।

৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।

৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদে

র সাথে সদাচরণ করার কারণে।

৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।

আল্লাহ আমাদের সবাইকে তওফিক দান করুন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × four =