Site icon Aparadh Bichitra

আশুলিয়া থানার ভূমিদস্যু কে এই খোকন?

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার আশুলিয়া থানার ডেনডাবর পলাশবাড়ী এলাকার ভূমিদস্যু কে এই খোকন? প্রশ্নটি এখন এলাকাবাসীর মুখে মুখে। অনুসন্ধানে জানা যায় ভূমিদস্যু খোকন গং এলাকার একটি চিহ্নিত কু-চক্রি মহলের ছত্রছায়ায় সম্প্রতি তার নিকটতম প্রতিবেশী নিরীহ শান্তি প্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যবসায়ী কাজী মোঃ আব্দুল আলিমের সীমানা প্রাচীরের উপর সরকারী নির্মাণ আইন লংঘন করে রাতারাতি তার নিজস্ব স্থাপনা নির্মাণ করে।

ভূমিদস্যু কর্তৃক নাজেহাল ও হয়রানীর শিকার আব্দুল আলিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে ভূমিদস্যু খোকন গংদের দুর্নীতির কর্মকান্ডের বিষয়টি অবগত ও প্রত্যক্ষ করিয়েও কোন প্রতিকার পাননি। এদিকে ভূমিদস্যু খোকন গংদের অবৈধ কর্মকান্ড ও নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। যে কোন মুহুর্তে সংঘর্ষ ও রক্তপাতের সৃষ্টি হতে পারে আশংকায় উক্ত এলাকায় থম থমে ভাব বিরাজ করছে।

ব্যবসায়ী আব্দুল আলিম বর্তমানে ভূমিদস্যু খোকন গংদের ভয়ভীতি ও হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় দিন অতিবাহিত করছে। গত ১৫/০৫/২০১৯ইং তিনি আশুলিয়া থানায় ভূমিদস্যু খোকন গংদের বিরুদ্ধে ১টি জিডি করেছেন। জিডি নং- ১২১৫, যা আশুলিয়া থানা পুলিশের এসআই মশিউর রহমান সাহেবের অধীনে তদন্ত চলছে।

এলাকার শান্তি প্রিয় জনগন আশাবাদী প্রশাসন অবশ্যই ভূমিদস্যু কর্তৃক নির্যাতিত আব্দুল আলিমের অভিযোগটি দ্রুত আমলে এনে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর হবে।