মায়ের কথা বলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে

0
527

রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় ছেলেধ’রা গুজবের জেরে গণপি’টুনিতে নি’হত তাসলিমা বেগম রেনুর (৪০) দাফন সম্পন্ন হয়েছে। রেনুকে তার বাবার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরের উপজে’লার সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাকে দাফনের পর থেকে তার শি’শু কন্যা তুবার (৪) কা’ন্না যেন থামছেই না। মায়ের কথা বলেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে।

মা ফিরে আসবে মিথ্যা সান্ত্বনায় কিছু সময়ের জন্য কা’ন্না থামানো হলেও ফের কাঁদছে তুবা।

মা ড্রেস নিয়ে কখন ফিরবে তা জিজ্ঞাসা করছে বার বার। তার কা’ন্নায় শোক ছড়িয়ে শোকের মাতম চলছে রেনুর স্বজনদের মধ্যেও।

তুবার ও তার ১১ বছরের ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নিয়ে রেনু হ’ত্যায় সুষ্ঠু বিচার পেতে পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইস’লাম পাপুল।

তিনি বলেন, আজ থেকে তুবা ও তার ভাই বড় হবে আমা’র পরিচয়ে। তারা দু’জনই আমা’র সন্তান। তাদের পড়ালেখা থেকে শুরু করে ভবিষ্যৎ নিয়ে যত ভাবনা আমা’র। এ হ’ত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শা’স্তি হোক সে দাবি আমা’রও।

তিনি আরও বলেন, আপনারা গুজবে কান দেবেন না। ছেলেধ’রা সন্দেহে কাউকে গণপি’টুনি দিয়ে অ’প’রাধ হাতে তুলে নেবেন না।

প্রয়োজনে সন্দেহ হলে পু’লিশকে জানানোর পরাম’র্শ দিয়েছেন এ জনপ্রতিনিধি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =