বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ

0
809

রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কয়েকটি পোশাক কারখানার (গার্মেন্টস) শ্রমিকরা। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর থেকে সড়কে অবস্থান নেয় শ্রমিকরা। এর ফলে ওই এলাকায় সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই রোড দিয়ে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপুরার কয়েকটি গার্মেন্টেসের শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে এ আন্দোলন করছে।

শ্রমিকরা বলছেন, ‘আমাদের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। কিছুদিন আগেও আমরা রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − fourteen =