২ ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার ও দুই বছর করে কারাদণ্ড

0
1146

রাজধানীর ধোলাইপাড়ে কিউর জেনারেল হাসপাতালে অপারেশন করার সময় দুই ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাবের ভ্রাম্যমান আদালত তাদের গ্রেপ্তার করে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন-ভুয়া চিকিৎসক আল মাহমুদ ও হাসপাতালের মালিক রহিমা।

বুধবার রাত ৯টা থেকে ৩টা পর্যন্ত ওই হাসপাতালে অভিযান চালনো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এতে সহযোগিতা করে র‌্যাব-১০।

বৃহস্পতিবার সকালে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘আল মাহমুদ এইচএসসি পাস করেছেন। কিন্তু নিজেকে পরিচয় দেন এমবিবিএস, এফসিপিএস পার্ট-২ পাস করা চিকিৎসক হিসেবে। বহু অপারেশনও তিনি করেছেন। অভিযান চলাকালে দেখা গেছে, ওই হাসপাতালে ভর্তি সাতজনের পাঁচজনকে অপারেশন করেছেন তিনি।’

তিনি বলেন, ‘গত রাতে কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতামত ছাড়া শাবানা নামে এক রোগীর অপারেশন করানো হয়। আল মাহমুদ ও রহিমা নামে এই দুজন ভুয়া চিকিৎসক অপারেশনের সময় শাবানার জরায়ু কেটে ফেলে দিয়েছেন।’

তিনি জানান, হাসপাতালের মালিক এসএসসি পাস রহিমাও নিজেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেন এবং অপারেশন করেন। গত ১০ জুলাই সিজার করার সময় তার হাতে এক নবজাতক মারা যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + 18 =