প্রথম ওভারেই “০” শূণ্য রানে আউট তামিম ইকবাল

0
771

অবি ডেস্ক: বাজে বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিংটাও দেখিয়েছে বাংলাদেশ। সহজ ক্যাচ ছাড়া থেকে শুরু করে বেশ কিছু বাউন্ডারিও হয়েছে বাজে ফিল্ডিংয়ের সৌজন্যে। বিশ্বকাপে বাজে ফিল্ডিংয়ের ধারাবাহিকতাটা যেন বয়ে চলেছেন ক্রিকেটাররা। শুক্রবারের ম্যাচে ৯১ রানের বিশাল হারের পর শুরু হয়েছে দলের খেলার ভুল ভ্রান্তি নিয়ে কাঁটাছেঁড়া। আলোচনায় সবার প্রথমেই মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ ছাড়া। যদিও এতে মাহমুদউল্লাহকে দোষারোপ করছেন না অধিনায়ক তামিম।

তখন কুসল পেরেরা ও কুসল মেন্ডিসের ব্যাটে দুর্দান্ত গতিতে ছুটছে শ্রীলঙ্কা। ক্রিজে সেট হয়ে যাওয়া জুটিটা ভাঙার সুযোগ তৈরি করেছিলেন বোলার সৌম্য সরকার। কিন্তু কুশল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে বাতাসে ভাসতে থাকা বল লং অনে অনেকটা দৌড়ে এসে হাতে নিলেও তালুবন্দী করতে পারেননি মাহমুদউল্লাহ। এরপর দলের বিপদের সময় ব্যাট হাতে মাত্র ৩ রান করেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। তার চেয়েও দৃষ্টিকটু ছিল মাহমুদউল্লাহর আউটের ধরনটা। ৩০ রানে ৩ উইকেট হারানো দলকে গুছিয়ে আনার বদলে উচ্চাভিলাষী এক শট খেলে আউট হয়ে যান তিনি।

এই বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘মিঠুন ও সৌম্য ভালো ব্যাট করছিল। ও যদি আরেকটু সময় নিত তাহলে আরও ভালো হতো। মাহমুদউল্লাহর ব্যাপারটা বলতে গেলে, উনি সাধারণত যখন ব্যাটিংয়ে নামে তখন আমাদের অনেক আশা থাকে। কারণ তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার। অনেক দিন ধরে ভালো পারফর্ম করছেন। আজ যে শট ছিল, আমার মনে হয়েছে শট ঠিকই ছিল, উনি ঠিকভাবে খেলতে পারেননি সেটা।’

তামিম নিজেও গতকাল প্রথম ওভারেই ০ রানে আউট হয়েছেন। মাশরাফি-সাকিবের অনুপস্থিতিতে তামিম-রিয়াদ-মুশফিকদের মতো সিনিয়রদের ওপরই বড় দায়িত্ব বর্তায়। তবে অধিনায়ক তামিম এই ধারনার সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘দায়িত্ব আসলে সবারই নেওয়া উচিত। আমার মনে হয় শুধু একজনকে দায় দেওয়াটা ঠিক না। আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। জাতীয় দলের হয়ে দশ বছর খেলুক কিংবা দুই বছরই খেলুক, দায়িত্ব নিতে হবে। এক বা দুজনকে দোষ দেওয়াটা ঠিক না।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × one =