তেহরানের সাবেক মেয়রকে মৃত্যুদণ্ড

0
660

ইরানের আইন মন্ত্রণালয়ের মুখপাত্র গোলাম হোসেইন এসমায়েলি তেহরানের সাবেক মেয়র মোহাম্মদ আলী নাজাফিকে মৃত্যুদ- দেয়ার কথা ঘোষনা করেছেন। মঙ্গলবার তেহরানে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মৃত্যুদ-ের বিষয়টি সাবেক মেয়রের পরিবারকে জানিয়ে দেয়া হয়েছে।

গত ২৮ মে মেয়র নাজাফির দ্বিতীয় স্ত্রী মিতরা ওস্তাদকে তার বাসায় মৃত পাওয়া যায়। নাজাফি তাকে গুলি করে হত্যার কথা স্বীকার করেন। এ ছাড়া অস্ত্র রাখার দায়ে নাজাফিকে দুই বছর কারাদ- দিয়েছে আদালত। ফারস নিউজ

গত ১৩ জুলাই তেহরান অপরাধ আদালতে মেয়র নাজাফির বিচার শুরু হয়। স্ত্রীকে হত্যার পর নাজাফি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং হত্যার কথা স্বীকার করেন। স্ত্রী মিতরাকে কয়েক দফা গুলি করেন মেয়র নাজাফি। এধরনের সন্ত্রাসের ঘটনা তেহরানে খুব বিরল। গত বছর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে নাজাফি মেয়রের পদ থেকে পদত্যাগ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 4 =