হবিগঞ্জে তুর্কি পাঠানোর নামে ৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আদম ব্যবসায়ী চক্র

0
505

মো: জমির আলী : হবিগঞ্জ প্রতিনিধি ।। ওমান থেকে তুর্কি পাঠানোর নামে বিদেশ যাত্রীদের কাছ থেকে ৭ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আদম ব্যবসায়ীর প্রতারক চক্র। এ ঘটনায় নবীগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেছেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের মো. মাহমদ আলীর ছেলে মো. আজিম সিদ্দিকী। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজীকেও অবহিত করা হয়েছে। তিনিও বিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

অভিযোগে আজিম সিদ্দিকী উল্লেখ করেন, নগীবগঞ্জ থানার গন্ধ্যা গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন, তুর্কি প্রবাসী জাহাঙ্গীর হোসেন ও মো. আবুল হোসেন জনৈক তোফাজ্জল হোসেনের মধ্যস্থতায় উক্ত মামলার বাদী মো. আজিম সিদ্দিকীর সাথে ১০/০৫/২০১৯ইং তারিখে তার ভাই ও মামাদের ওমান থেকে ভালো বেতনে তুর্কি পাঠাবে বলে প্রস্তাব দেয়। তারা ৪ লাখ ২০ হাজার টাকায় ওমান থেকে তুর্কি পাঠাবে বলে কথা দেয়। সে অনুযায়ী মো. আজিম সিদ্দিকী তাদের প্রস্তাবে রাজি হয়ে প্রথমে নবীগঞ্জ উপজেলার সামনে প্রতারক চক্রের প্রধান জাহাঙ্গীর হোসেনের ভাই আলমগীর হোসেনের কাছে ৪ লাখ ২০ হাজার টাকা দেন। এই টাকা পাওয়ার পর প্রতারক চক্র আজিম সিদ্দিকীর ভাই ও মামাদের ওমান থেকে ইরানে নিয়ে আসে।

সেখানে নিয়ে আসার পর তারা তাদের কথা পাল্টে তুর্কি যেতে হলে আরো টাকা দাবি করেন। এক পর্যায়ে ইরানে তাদের জিম্মি করে রেখে টাকার জন্য চাপ প্রয়োগ করে। এ অবস্থায় আরো ১০ হাজার, ১ লাখ ২০ হাজার, ৬৫ হাজার ও সর্বশেষ ১০ হাজার টাকার কয়েক কিস্তি চাপ দিয়ে আজিম সিদ্দিকীর কাছ থেকে আদায় করে নেয় প্রতারক চক্র। কিন্তু এতো টাকা নেওয়ার পরও এই চক্রটি আজিম সিদ্দিকীর ভাই ও মামাদের তুর্কি না পাঠিয়ে উল্টো তাদের হুমকি প্রদান করছে।

তাদের সাথে কথা বললে তারা বর্তমানে ইরানে অবস্থানরত কল্লগ্রামের মাহমদ আলীর পুত্র আবু বকর (২৮), মেন্দিবাগের মৃত ওলি মিয়ার পুত্র এবাদ আহমদ (৩০) ও আজিজকে জিম্মি করার হুমকি দেয় এবং বাড়াবাড়ি না করার জন্য সালিশি দেয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =