ডেঙ্গুতে ইডেন ছাত্রীর মৃত্যু

0
519

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার শান্তা (২০) নামের ইডেন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার জিগাতলার জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে দায়িত্বরত কর্মকর্তা।

জানা যায়, শান্তা ডেঙ্গুতে গুরুতর অসুস্থ হয়ে গত শনিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডেঙ্গুতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের বরাত দিয়ে ডেঙ্গুতে অর্ধশতাধিক মানুষের মৃত্যুর তথ্য আসছে গণমাধ্যমে।

রোববার সকালেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার। ৫৪ বছর বয়সী এই নারী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একদিনে সবচেয়ে বেশি সংখ্যক এক হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

thirteen + 13 =