৪৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

0
465

বাংলাদেশের অনেক ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে সোহরাওয়ার্দী উদ্যানের নাম। কিন্তু ঐতিহাসিক এ স্থানটিতে প্রায়ই বসে মাদকের আড্ডা। রোববার এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৪৭ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে দুইজন নারীও রয়েছেন।

রোববার সন্ধ্যায় ঐতিহাসিক এই স্থানটিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। যারা সবাই মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতা। র‌্যাবের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

র‍্যাব জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘদিন থেকে মাদকসেবীরা নিরাপদে মাদক সেবন চালিয়ে যাচ্ছে। খুচরা মাদক বিক্রেতারা কৌশলে ঐতিহাসিক এই স্থানটিতে ঘাঁটি গেড়ে ব্যবসা চালাচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযানটি পরিচালিত হয়েছে।

সরওয়ার আলম জানান, বেশ কিছুদিন ধরে তদন্ত করে মাদক বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে জড়িতদের আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে মাদক ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fifteen − 1 =