২০ মণ ওজনের এ গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা

0
522

খুলনার জোড়াগেট পশুর হাটে উঠেছে ‘আল্লাহর দান’ নামে একটি বিশাল গরু। ২০ মণ ওজনের এ গরুটির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে গরুটি হাটে আনা হয়।

গরুর মালিক কালিয়ার উপজেলার পেড়োলি ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা গিয়াস শেখ। তার ছোট মিলন শেখ জানান, নয় মাস আগে কালিয়া থেকেই গরুটি কেনেন তারা। তখন এর ওজন ছিল আট থেকে ১০ মণ। এরপর গত নয় মাসে দৈনিক ১৫ কেজি খাবার দেওয়া হয়। এর ফলে গরুটির ওজন ২০ মণে দাঁড়িয়েছে।

মিলন শেখ আরও জানান, গত ২০ বছর ধরে গরু পালনের ব্যবসা করছেন তারা। এখন পর্যন্ত তাদের খামারে এটিই সবচেয়ে বড় ও দামি গরু। এর আগে ২০১৭ সালে একটি গরু ২ লাখ টাকা এবং ২০১৮ সালে একটি আড়াই লাখ টাকায় বিক্রি করেছিলেন। এবার গরুটি ৮ লাখ টাকাত বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

তিনি বলেন, ‘আল্লাহর দান’ নামের গরুটি বিশেষভাবে ও প্রাকৃতিক খাবার দিয়েই লালনপালন ও বড় করা হয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ওষুধ ব্যবহার করা হয়নি। এ সব কারণে গরুটি ৮ লাখ টাকাতেই বিক্রি হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen + 3 =