আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান আলমগীরের স্ত্রী মেহেরুন নেসা জামিনে কারামুক্ত

0
796

মোঃ কামাল হোসেন, চট্টগ্রামঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের স্ত্রী শিল্পোদ্যোক্তা মেহেরুন নেসা ২২ আগষ্ট বৃহঃস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে আদালতের রায়ে আপিল সাপেক্ষে জামিনপ্রাপ্ত হয়ে মুক্তি লাভ করেছেন।তাঁকে গত ১৯ আগস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতারের পর চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়।

গতকাল ২২ আগস্ট বৃহস্পতিবার মামলার শুনানীতে আপিল সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন মামলাগুলোয় গ্রেফতারকৃত মেহেরুন নেসার পক্ষে জামিন আবেদন করা হয়। সংশ্লিষ্ট আদালত মামলার শুনানী শেষে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট আফছারুর রশিদ।

জামিনপ্রাপ্তির পর কারামুক্ত হয়ে চট্টগ্রাম কারাগার সম্মুখে সমবেত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আইনের আওতায় এনে আমি সুবিচার প্রত্যাশা করি। এক্ষেত্রে আমার জবাবদিহিতা রাষ্ট্রের কাছে নিশ্চিত করতে একজন নাগরিক হিসেবে আমি বাধ্য।

আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো মিথ্যে এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি একজন দেশের নাগরিক হিসেবে এ ধরণের হয়রানিমূলক মামলা দায় ও অভিযোগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 + ten =