না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা বাবর

0
1087

দেশের চলচ্চিত্রের অন্যতম শক্তিমান অভিনেতা খলিলুর রহমান বাবর আর নেই।

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)।

বাবরের স্ত্রী লতিফা বাবর এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে বাবরের মরদেহ এফডিসিতে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন বাবর।

আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বাবর। খল অভিনেতা হিসেবে বাবরের যাত্রা শুরু রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। এরপর প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন বাবর।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − 8 =