ঘুষ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার শিপ সার্ভেয়ার সাইফুর কারাগারে

0
805

ঘুষ কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এর আগে, সোমবার মির্জা সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে মির্জা সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি খাদিজাতুল কোবরা নামে একটি জাহাজের সার্ভে ও ফিটনেস দেওয়ার জন্য ৩ লাখ টাকা দাবি করেছিলেন। পরে দাবি করা ঘুষের টাকার মধ্য ২ লাখ টাকা নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাকে। ঘটনার সময় মনিরুজ্জামান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন সাইফুর রহমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − eight =