প্রথম কোরআন অনুবাদক ভ্যালেরিয়া পোরুখোভার মৃত্যুবরণ

0
584

রাশিয়ান ভাষায় প্রথম কোরআন (তাফসিরধর্মী) অনুবাদক ভ্যালেরিয়া পোরুখোভা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

পোরুখোভা ইংরেজি থেকে সরাসরি কোরআন অনুবাদ করেনএরপর সূক্ষ্ণ, সুন্দর নিখুঁতভাবে সম্পাদনা করেন করেনসম্পাদনার সময় কিছু কিছু তাফসির সংযোজন করেনআন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, রুশ অঞ্চলের প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান তার অনুবাদটিকে সবচেয়ে ভালো অনুবাদ বলে মূল্যায়ন করেছে

কোরআনের অনুবাদ সম্পন্ন হওয়ার পর বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজাহার বিশ্ববিদ্যালয় খুব দ্রুত (১৯৯৭ সালে) এটি প্রকাশের জন্য অনুমোদন দেয়এর আগে কয়েক বছর পুনর্পাঠ প্রাসঙ্গিক সম্পাদনার করা হয়

রাশিয়া মধ্য এশিয়া অঞ্চলের বিখ্যাত মুসলিম দাঈ ধর্মবেত্তা ড. মুহাম্মদ সাইদ আর-রুশদকে বিয়ে করেন পোরুখোভাতার হাতেই ইসলাম গ্রহণ করেনইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ঈমান রাখেনপরবর্তীতে রাশিয়া মধ্য এশিয়া অঞ্চলে মুসলমানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যালেরিয়া পোরুখোভার বেশ চমৎকার রয়েছে

বিভিন্ন রুশ লেখক বলেন, তার অনুবাদটি বিশ শতকের শেষের দিকে রাশিয়ান ভাষায় রচিত সেরা অন্যতম সেরা একটি গ্রন্থপোরুখোভা রাশিয়ান লেখক ইউনিয়ন, রাশিয়া-মধ্য এশিয়ার বেশ কয়েকটি সাহিত্য বৈজ্ঞানিক একাডেমির সদস্য ছিলেন

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + twenty =