মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসা ছাত্রীর মৃত্যু

0
818

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার লালমাটিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

ভিকারুননিসার আজিমপুর শাখার অষ্টম শ্রেণির ছাত্রী ইসরা তাসকিন অস্মিতা (১৩) প্রায় দুই সপ্তাহ ধরে লালমাটিয়ার মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে বলে তার ফুপা রিয়াজ আহমেদ চৌধুরী জানান।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার প্রধান লাইলুন নাহার জানান, অস্মিতা অষ্টম শ্রেণির সি শাখার ছাত্রী ছিলডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৩ অগাস্ট সে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে

রিয়াজ আহমেদ চৌধুরী বলেন, অস্মিতার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ অগাস্ট তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের তথ্য নুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন হাজার ১১১ জন

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৪৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেনআর সারা দেশে এই সংখ্যা ৮২০ জন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআর গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর ১৮৮টি তথ্য পেলেও ৯৬টির ডেথ রিভিউ শেষে ৫৭ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 2 =