লইট্যা মাছে বিষাক্ত রং মিশানোর অভিযোগে অভিযান

0
1585

আজ রাঙ্গুনিয়া রাণীরহাট বাজারে বিত্রুি করার জন্য আনা সাগরের তাজা লইট্যা মাছে বিষাক্ত রং পানিতে মিশিয়ে লাল করে বিত্রুি করে আসতেছে বহুদিন প্রযর্ন্ত, কিছু কুচক্রী ব্যবসায়ি,আজ সকালে রং মেশানোর দৃশ্য সরাসরি চোখে পড়লে আমি বাজার সমিতির নেতৃবৃন্দদের জানালে তারা সাথে সাথে মাছ বাজারে অভিযানে নামে,

এ সময় মাছ বিক্রেতারা রং মিশানোর কথা অস্বীকার করলেও পরবর্তীতে প্রমান পেলে ২০ হাজার টাকা জরিমানা করা হবে বলে সর্তক করে দেন, এ বাজারে হাজার হাজার মানুষ সুসাধু এ মাছ ত্রুয় করে নিজে ও পরিবারকে খাওয়ায়, এ মাছ গুলো যদি বিষাক্ত করে বিত্রুি করে তাহলে মানুষ নিরাপদ খাদ্য কোথায় পাবে, মানুষ যদি এমন বিষাক্ত মাছ গুলো খায় পরর্বতীতে তাদের শরীরে ভয়ানক রোগ ক্যান্সারও হওয়ার সম্ববনা রয়েছে। এমন বিষ ত্রুিয়া খাদ্য দেশ বাসি চায় না, তাই সবার একটাই দাবি, খাদ্যে যেন বিষাক্ত রং আর না মেশায়। বাজারে আগত লোকজনের একটাই দাবি,প্রতিসাপ্তাহে বাজারে অভিযান যেন অব্যাহত রাখে। প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সাহায্য প্রার্থনা করেন। অভিযান পরিচালনা করেন বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ি কল্যান সমিতির উপদেষ্টা জনাব কামাল উদ্দীন চৌধুরি, সাধারণ সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরি, সহ সভাপতি সোহেল চৌধুরি, সরওয়ার চৌধুরি সহ আরো অনেকে পচা সুটকি পাওয়ায় সুটকি গুলো রাস্তায় জনগণের সামনে ফেলে দেন, সুটকি বিত্রুেতা এমন সুটকি বাজারে আর বিত্রুি করবে না,বলে মৌখিক ভাবে ওয়াদা করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 4 =