Site icon Aparadh Bichitra

হুমকি দিয়ে কাউকে থামিয়ে দেয়া যাবে না

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে কল করে গুলি করে হত্যার হুমকি দিয়েছে ইউপিডিএফের কর্মী পরিচয়দানকারী এক সন্ত্রাসী।

শনিবার রাত ৮টা ২১ মিনিটে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুরের এই হুমকি দেওয়া হয়।

কেন মেরে ফেলবেন- এমন প্রশ্নে পাহাড়ি ওই ব্যক্তি বলেন, আমাদের পার্টির বিরুদ্ধে অভিযান কেন চলছে? আপনি কেন এ সব ঘটনায় মামলা দায়ের করেন? অভিযান চালান কেন? আপনাকে গুলি করে মেরে ফেলবো। ভালো হয়ে যান।

ওসি এম এ মনজুর বলেন, হুমকি দেয়ায় আমি মোটেও ভিত নই। আমি সরকারি কর্মচারি, আমি না থাকলেও সরকারি কর্মকাণ্ড থেমে থাকবে না।

তিনি বলেন, হুমকিদাতাকে আমি বলেছি, হুমকি দিয়ে কাউকে থামিয়ে দেয়া যাবে না। আমি আমার কাজ আগের চেয়েও আরো দ্রুত এবং কঠিনভাবে পালন করে যাবো।