আশুলিয়ায় অবৈধ কারবার রমরমা ভাবে চলছে বলে অভিযোগ

0
882

ঢাকার শিল্পাঞ্চল ব্যস্ততম এলাকা আশুলিয়ার বিভিন্ন এলাকায় নারী পুরুষের মিলন মেলা বিয়ের নামে ফিটিংবাজি ও অসামাজিক অবৈধ কারবার রমরমা ভাবে চলছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০১৯ইং সরেজমিনে গিয়ে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকায় হোটেলগুলোতে রুমে চলছিলো অসামাজিক কর্মকাণ্ড দেহ ব্যবসা, মাদকসহ নানা রকমের অবৈধ কারবার, এরপর ঢাকা জেলা পুলিশ সুপার হয়ে আসেন মোহাম্মদ হাবিবুর রহমান, তিনি এসেই মাদক, জুয়া, দেহ ব্যবসা বন্ধ করেন। বর্তমানে মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ঢাকা রেঞ্জের ডিআইজি। তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তাই আশুলিয়ার প্রতি বর্তমানে তেমন নজরদারি নেই বললেই চলে। বতর্মানে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু, তিনিও দেশ ও জাতির কল্যাণে কাজ করছেন বলে অনেকেরই অভিমত। জানা গেছে, আশুলিয়ার জামগড়া, জিরানি ও জিরাবো, পলাশবাড়ি, পল্লী বিদ্যুৎ এলাকাসহ বিভিন্ন এলাকায় একটি চক্র মাদক, জুয়া, দেহ ব্যবসা করছে। অনেকেই বলেন, এসবের টাকা জোগাড় করতে জড়িতরা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছে। অনেকেই জানান, এসব কাজে সহযোগিতা করে থাকেন, কিছু মানবাধিকার কর্মী ও কিছু সংবাদ কর্মী এবং কিছু উকিল, কাজী। এসবের সাথে আরও অনেকেই জড়িত আছে বলে অনেকেই ধারণা করছেন। পুলিশ ও আইনজীবীরা অনেকেই জানান যে, অপরাধ করেও কিছু ব্যক্তি প্রকাশ্যে চলাফেরা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ কিছু অপরাধীদের গ্রেফতার করার পর আদালত থেকে জামিনে এসে আরও বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করছে। এ ব্যাপারে আরাফ নামের একজন ব্যক্তি বলেন, অপরাধী সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক। কাজী, উকিল, সাংবাদিক, পুলিশ বা যেকোনো ব্যক্তি হোক না কেন তাদের অপরাধ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নিলে এতে দেশ ও জাতির কল্যাণ হবে। জানা গেছে, আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ছনটেকি গ্রামের মাসুদ রানা কর্তৃক ধর্ষণের চেষ্টা, জামগড়া এলাকার রূপায়ন আবাসন ১ নং গেট এর কাছে নাজমা (১৬), গনধর্ষণের শিকার হয়ে মৃত্যুর ঘটনা, মোছাঃ সাহিদা বেগমসহ আরও অনেক মেয়ের জীবন অকালে শেষ হয়ে গেছে। সেই সাথে নারী পুরুষ মিলিত বিয়ের নামে কাবিন ব্যবসা ও ফিটিং কর্মকাণ্ড করছে একটি চক্র। উক্ত ব্যাপারে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। ধারাবাহিক ভাবে উক্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =