এরশাদ’র চেহলাম উপলক্ষে চট্টগ্রামে শোক র্যালি ও স্মরণ সভা পল্লীবন্ধু এরশাদ এদেশের মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন-মাসুদা রশীদ চৌধুরী এমপি

0
769

মোঃ কামাল হোসেন: জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদা এম. রশীদ চৌধুরী এম.পি বলেছেন, স্বাধীন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ৯ বছরের শাসনামলে হাজারো যুগান্তকারী সংস্কার উন্নয়ন কর্মের জন্য এদেশের জনগণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। পল্লীবন্ধুর জানাযা সমূহে লাখো মানুষের সরব উপস্থিতি দেশব্যাপী আজ চেহলাম উপলক্ষে চট্টগ্রামে হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রমাণ করে জনগণের হৃদয়ে পল্লীবন্ধু অনন্তকাল বেঁেচ থাকবেন।আজ ৩১ আগস্ট দেশব্যাপী এরশাদ’র চেহলাম উপলক্ষে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর আওতাধীন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদা এম. রশীদ চৌধুরী এম.পি উপরোক্ত কথা বলেন। তিনি চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শ্রী তপন চক্রবর্ত্তী’র

অব্যাহতি প্রত্যাহারের গণদাবীর সাথে একাত্মতা জানিয়ে বলেন, তপনের নেতৃত্বেই চট্টগ্রামে জাতীয় পার্টি পরিবার সংগঠিত এটা এখানে এসে বুঝলাম। বিশেষ অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ চৌধুরী বলেন, এরশাদ’র জন্ম না হলে এদেশে জেলা উপজেলা পদ্ধতি সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, রাষ্ট্রধর্ম ইসলাম, জুমাবার সাপ্তাহিক ছুটি, জন্মাষ্টমীর ছুটি সহ সারা বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নয়নের সূচনা হতো না। ৬৮ হাজার গ্রামের মানুষ প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।

জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. সাইফুল্লার সভাপতিত্বে এবং চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম রেজার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের বিশেষ উপদেষ্টা ব্যারিস্টার সানজিদ চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা: সৈয়দ আবুল কাশেম, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাতীয় পার্টি চট্টগ্রাম নগর সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লা মিয়া।

প্রধান বক্তা ছিলেন জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী। বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাবুল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, যুব সংহতি চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, শ্রমিক পার্টি নগর সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, সহ-সভাপতি কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম মিন্টু স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম শফি, আজগর আলী,

জাতীয় ছাত্র সমাজ মহানগর সভাপতি আমিনুল ইসলাম আমিন, নগর সাংস্কৃতিক পার্টির সহ-সভাপতি ফারুকুল ইসলাম, জাপা নেতা আমিনুল হক আমিন, সেলিম উদ্দিন সেলিম, কাজী হেলাল হোসেন, তরিকুল ইসলাম তারেক, নীলকমল সুশীল, নুর আলম শেখ মামুন, রিয়াজ উদ্দিন রিয়াজ, নগর মহিলা পার্টির সভাপতি রাবেয়া বশরী বকুল, ছাত্রনেতা অমিত চক্রবর্ত্তী শান্ত প্রমুখ। স্মরণসভার পূর্বে এক বিরাট শোক র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + 14 =