শরীরের বিভিন্ন জায়গায় বিষফোড়া হওয়ার কারণ

0
729

শরীরের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে বড় বা ছোট আকারের ফুসকুড়ি বা ফোস্কা দেখা যায়, যেখানে অসম্ভব ব্যথা থাকে। একেই মূলত বিষফোড়া বলা হয়। এটি সাধারণত দেহের লোমকূপে হয়ে থাকে। এ সমস্যাটি বিশেষ করে দেহের মুখ, বগল, পিঠ, ঘাড়, গলা, নিতম্বে হয়ে থাকে। সাধারণত এমন ফুসকুড়ি সাদা ও হলুদ বর্ণের হয়ে থাকে এবং খুব দ্রুত দেহের অন্য স্থানেও ছড়িয়ে যেতে পারে। এই ফোস্কাগুলোর ভেতরে পুঁজ হয়ে থাকে এবং কয়েকদিন গেলেই এর আকার বৃদ্ধি পেতে থাকে।

দেহে এই ফোস্কা বা বিষফোড়া ব্যাকটেরিয়ার কারণে দেখা দেয়। এ ছাড়াও ফোস্কা হওয়ার আরও কিছু কারণ হলো– ক্ষতিগ্রস্ত ফলিসেল, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ঘাম প্রন্থিতে সংক্রামণ, অপরিষ্কার থাকা, দেহে পুষ্টির  অভাব, ক্রনিক রোগ। তা ছাড়া যাদের ডায়াবেটিস আছে তাদের ফোস্কা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

প্রায় সময়ই এ ধরনের ফোস্কা সমস্যাগুলো ঘরে বসেই সারিয়ে তোলা হয়। তবে দেহের ভেতরের দিকে যে ফোস্কা হয়ে থাকে তা খুব যন্ত্রণাদায়ক হয়ে থাকে। আর যদি দুই সপ্তাহের এই ফোস্কা ভালো নয় এবং এর কারণে জ্বর আসে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন, সুস্থ থাকুন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × three =