সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

0
795

নিঃসঙ্গ গৃহবধূর বিছানায় শুয়েছিল মিলনরত এক জোড়া সাপ। কিন্তু গৃহবধূটি তা জানতেন না। ওই অবস্থাতেই নিজ বিছানায় বসতে গিয়ে সাপের দংশনে তিনি প্রাণ হারান।

বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরাখপুর এলাকার রিয়াভ গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত ওই গৃহবধূর নাম গীতা। তার স্বামী জয় সিং জাদব থাইল্যাণ্ডে কাজ করেন। বুধবার স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে বাহির থেকে নিজের ঘরে ঢোকেন গীতা। সে সময় বিছানার ওপর মিলনরত দুটো সাপ থাকলেও, ফুলতোলা চাদরের কারণে সেগুলো গীতার চোখ এড়িয়ে যায়।

এদিকে ফোনে কথা বলার এক পর্যায়ে বেখেয়ালে বিছানায় ওই সাপ-দম্পতির ওপরেই বসে পড়েন গীতা। সে সময় সাপের দংশন অচেতন হয়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তীতে বাড়ি ফিরে নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখেন, ওই সাপ-দম্পতি তখনও বিছানার ওপর জড়াজড়ি করে আছে। এ সময় ক্ষুব্ধ প্রতিবেশীরা সাপ দুটোকে পিটিয়ে মেরে ফেলে।

পশু বিশেষজ্ঞদের ধারণা, দুর্ঘটনার সময় সাপ দুটো মিলনরত অবস্থায় ছিল। আর সে অবস্থাতেই ওই নারী তাদের ওপর বসে পড়েন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

20 − 20 =