Site icon Aparadh Bichitra

অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে যে অভিযান শুরু হয়েছে, তা চলমান থাকবে। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চান। এজন্য দুর্নীতি রোধ করাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। অপরাধীদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তালিকা পেলে সেটা যে ধরনেরই প্রতিষ্ঠান হোক, তাদের দমন করা হবে। যারা অনিয়ম-দুর্নীতি করছে বা অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান চালাচ্ছে অথবা অপরাধ করার চেষ্টা করছে, তাদের দমন করা হবে। এসব কর্মকান্ডে র সঙ্গে যে দল-মতেরই হোক, কঠোর হাতে তাদের দমন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিভার্সিটির  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ।