উত্তরায় সাংবাদিকের উপর হামলা

0
419

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরার স্হানীয় সাপ্তাহিক  ‘অপরাধ অনুসন্ধান’ পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন সন্ত্রাসী হামলা শিকার। হামলাটি করেন যুবলীগনেতা সেলিম খান ও অহিদুজ্জামান রুমনসহ তাদের সন্ত্রাসী বাহিনী।  এবিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী ইকবাল। এর পর থেকেই নানা ভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন সেলিম খান।  সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, উত্তরা ৭ নম্বর সেক্টর ১৩ নম্বর ব্রিজের সামনে ইকবালের সাথে বিবাদী সেলিম খানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধর শুরু করে। পরে রুমন তার সাথে পোলাপান নিয়ে দ্বিতীয় দফায় মারেন। বিবাদীরা হলেন, সেলিম খান,রুমন,সাহেল,সাব্বিরসহ অজ্ঞাত নামা আরো কয়েক জন।

টঙ্গী সরকারী হাসপাতালে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে পুলিশ কেচের জন্য একটি ছাড়পত্র দেয়া হয় রোগীকে। ঐদিন রাতেই ভুক্তভোগী ইকবাল উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার জিডি নম্বর -১২৬৯, তারিখ ১৯.০৯.১৯ ইং।

গোপন সূত্রে জানাযায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরে ২ নম্বার রোডের ৪ নম্বর বাসার দোতলায়  লির্বাটি নামে তার রয়েছে ক্যাসিনো ব্যবসা। সাম্প্রতি অভিযানে সাইনবোর্ডটি খুলে ফেলেন। তবে এই বিষয়ে জানতে সেলিম খানকে একাধিকবার কল দিয়ে পাওয়া যায় নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =