Site icon Aparadh Bichitra

৪০ কেজি আপেল কিনে ১০ কেজিই পঁচা

একজন ভোক্তা ফেনীর মহিপাল এ ভাই ভাই ফ্রুটস থেকে প্রায় ৪০ কেজি আপেল কিনেছেন কিন্তু পরে দেখেন যে প্রায় ১০ কেজির মত আপেল পঁচা ছিল, তিনি সাথে সাথেই দোকানে আনেন এবং নষ্ট আপেলগুলো পরিবর্তন করে দিতে বলেন কিন্তু তারা পরিবর্তন করে দেয় নাই,

যেখানে প্রায় ১১০০ টাকার মত আপেল পঁচা সেখানে তাকে তারা দিতে চেয়েছিলেন মাত্র ৩০০ টাকা যার ফলে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ ফোন করে প্রতিকার চান এবং সেই সূত্রে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা কে তার নষ্ট আপেলের সমান টাকা প্রদান করা হয় সাথে ৫০০০/- টাকা জরিমানা করা হয় ভোক্তাকে হয়রানি করার জন্য। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা ও পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর এবং সদর মডেল থানার একটি টিম।