হবিগঞ্জ বিআরটিএ এর ঘুঘ বাণিজ্য

0
528

টাফ রিপোর্টার ঢাকাঃ

হবিগঞ্জ বিআরটিএ ঘুঘ দিলেই মিলে ডাইনিং লাইসেন্স এবং গাড়ির কাগজ পএ আর না দিলে পরিকল্পিত ভাবে ডাইনিং পরীক্ষায় ফেল করানো হয় প্রতিনিয়ত এমন ভোগান্তিতে পড়তে হয় হবিগঞ্জ বিআরটিএ বাংলাদেশ রোড টেস্টপোট অথরিটি কাযালয়ে গাড়ি কাগজ পত্র ও ডাইনিং লাইসেন্স করতে আসা সাধারণ মানুষকে হবিগঞ্জ বিআরটিএ কাযালয়ের দুনীতিবাজ ঘুঘ খুর দের হাতে যেন জিম্মি হয়ে পড়েছে সাধারন মানুষ আর এরসবই হবিগজ

,জেলার বিআরটিএ সম্পকে জানতে চাইলে সাধারন মানুষ জানান যে হবিগজ বিআরটিএর দুনীতি বাজদের মধ্যে একজন হলো চন্দ্রন মনি পাল এই বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক নুরুজ্জামান সাহেব বলেন যেএই বিআরটিএ কোন ঘুষ খুর চাঁদাবাজ নাই সাধারন জনগন বলেন যে সহকারী পরিচালক নুরুজ্জামান সাহেব যে বলেন কোন ঘুষ খুর চাঁদাবাজ নাই তাহলে চন্দ্রন মনি পাল কে সে বিগত আনুমানিক দশ বছর দরে কি সরকারী চাকরী করে যদি সরকারী চাকরী না করে তাহলে সে কি ঘুষ খুর চাঁদাবাজ না পরে উনি আর এবিষয়ে কিছু বলেতে চান না উত্ত বিষয় গুলো নিয়ে নিউজ ও হয়েছে গত ০৭/০৮/২০১৯ইং তারিখে সাপ্তাহিক অপরাধ বিচিত্রাপত্রিকার সম্পাদক মহোদয় এবং চেয়ারম্যন মহোদয় আমাকে এর উপর সার্বিক তদন্ত করে উল্লেখি ব্যখতিদের ছিন্নিত করে নাম ঠিকানা সহ প্রতিবেদন দেওয়া জন্য নিদেশ দিয়ে ছিলেন কিন্তু কিছু দিন পুবে হবিগজ বিআরটিএর বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে কিন্তু হবিগঞ্জ বিআরটিএ জার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোন কিছু না করে তাহাকে প্রমশন দিয়ে বিআরটিএ কাযালয়ের বিতর থেকে সামনে এনে চেয়ার টেবিল দিয়ে প্রতি দিন অফিস করাচ্ছেন এবিষয়ে সাধারন মানুষদের মধ্যে খুব বিরাজ করছে ।
নিউজ টি চলমান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 − 1 =