মাঠে যখন হারছিল ইংল্যান্ড, ক্যাসিনোতে দেখা গেলো ম্যাডিসনকে

1
439

জেমস ম্যাডিসনে রত্ন খুঁজে পেয়েছে লেস্টার সিটি। এমন এক মিডফিল্ডারকে কত দিন দলে ধরে রাখতে পারবে তারা, সেটা নিয়েই সন্দেহ জাগছে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে ইংল্যান্ড দলেও ডাকা হয়েছে। সেই ম্যাডিসনই কিনা নেতিবাচক কারণে সংবাদ শিরোনাম হলেন। গত শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে যখন হারছিল ইংল্যান্ড, তখন নাকি ক্যাসিনোতে দেখা গেছে ম্যাডিসনকে!

লেস্টারের হয়ে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ম্যাডিসন। ফলে তৃতীয়বারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন ম্যাডিসন। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন এখনো পূরণ হয়নি এই দফা। এবার অভিষেক প্রায় নিশ্চিত ছিল। কিন্তু ম্যাচের আগের দিন গত বৃহস্পতিবার চোটের কারণে ছিটকে গেছেন ম্যাডিসন। ফলে দল যখন বাছাইপর্বে আট বছরে প্রথম কোনো হারের দেখা পাচ্ছিল, তখন ইংল্যান্ডের সঙ্গে ছিলেন না এই মিডফিল্ডার।

ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার আগেই আলোচনায় ম্যাডিসন। ছবি: রয়টার্স

ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়ার আগেই আলোচনায় ম্যাডিসন। ছবি: রয়টার্সজেমস ম্যাডিসনে রত্ন খুঁজে পেয়েছে লেস্টার সিটি। এমন এক মিডফিল্ডারকে কত দিন দলে ধরে রাখতে পারবে তারা, সেটা নিয়েই সন্দেহ জাগছে। ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে ইংল্যান্ড দলেও ডাকা হয়েছে। সেই ম্যাডিসনই কিনা নেতিবাচক কারণে সংবাদ শিরোনাম হলেন। গত শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে যখন হারছিল ইংল্যান্ড, তখন নাকি ক্যাসিনোতে দেখা গেছে ম্যাডিসনকে!

লেস্টারের হয়ে তিনটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ম্যাডিসন। ফলে তৃতীয়বারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছিলেন ম্যাডিসন। কিন্তু জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন এখনো পূরণ হয়নি এই দফা। এবার অভিষেক প্রায় নিশ্চিত ছিল। কিন্তু ম্যাচের আগের দিন গত বৃহস্পতিবার চোটের কারণে ছিটকে গেছেন ম্যাডিসন। ফলে দল যখন বাছাইপর্বে আট বছরে প্রথম কোনো হারের দেখা পাচ্ছিল, তখন ইংল্যান্ডের সঙ্গে ছিলেন না এই মিডফিল্ডার।

ইংল্যান্ডের সংবাদমাধ্যমকে তবু ফাঁকি দেওয়া যায়নি। ঠিকই ক্যামেরা খুঁজে নিয়েছে তাঁকে। ম্যাডিসনকে একটি ক্যাসিনোতে ব্যস্ত সময় কাটাতে গেছে। জাতীয় দলের কোচ অবশ্য বলছেন, খেলোয়াড়রা সবাই কী করছেন সব জানা আছে তাঁর। গ্যারেথ সাউথগেট বলেছেন, ‘আমি এসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু সব খেলোয়াড়ের সবকিছু জানি আমি। আমি ওদের প্রতি মিনিটের খেলা দেখি, ওরা কোথায় থাকে জানি। রোববার সকাল বা রাতে কিংবা সোমবার সকালে ইন্টারনেট থেকে কী নামাচ্ছে সেটা জানি।’

সাউথগেট এটাও জানেন, তিনি যেমন দলের প্রতি খেলোয়াড়ের খোঁজখবর রাখেন সাংবাদিকেরাও কম যায় না। এ কারণেই ম্যাডিসনের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিয়েছেন, ‘এটাই হওয়ার কথা। উঁচু পর্যায়ে এটা হবে। একজন খেলোয়াড়কে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হলে, ব্যক্তিগত সময় কীভাবে কাটাবে সেটা তাঁর ব্যাপার। আমার ধারণা জেমস শিখল ইংল্যান্ড দলে এলে কতটা আলোচিত হয় সবাই। ব্যক্তিগত জীবনেও সবার আগ্রহ বেড়ে যায়।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =