হবিগঞ্জে উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের ভূমিদস্যুতায় দিশেহারা এলাকাবাসী

0
917

মো: আহসানউল্লাহ হাসান: হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মমিনুর রহমান সজিবের বিরুদ্ধে জাল দলিল মাধমে অন্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। আজমিরিগঞ্জ উপজেলার আজিম নগর গ্রামের মরহুম রসিদ বকসের ৭০/৮০ বছরের রেকর্ডীয় সম্পত্তি হতে ১ একর ৯৮ শতাংশ কৃষি জমি জাল দলিল তৈরি করে দখলে নেয়ার জন্য উক্ত জমিতে স্থাপিত রসিদ বকস জুনিয়র স্কুলের সাইনবোর্ড সহ সীমানা প্রাচীর সন্ত্রাসী হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে সজিব সিন্ডিকেট। সজিব ক্ষমতাসীন সরকারী দলের প্রভাব খাটিয়ে স্থানীয় ভূমিদস্যু, জাল দলিল বানানোর মুলহোতা, শিশু অপহরন সহ একাধিক মামলার আসামী আলমাছ মিয়া, সজিবের ক্যাশিয়ার বলে খ্যাত তার আপন মামা ঈদ্রিস মিয়া ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কবীর মিয়াকে নিয়ে একটি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে সাধারান মানুষের জমিজমা জবরদখলের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াই তাদের মুলপেশা। সজিব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক হওয়ার সুবাদে স্থানীয় প্রশাসন তার কথার বাইরে কোন কাজ করে না। ফলে সাধারন মানুষ আইনের সেবা থেকে বঞ্চিত হয়।

সজিব অথবা তার সিন্ডিকেটের কারোর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে প্রতিবাদকারীকে মিথ্যা মামলায় ফাসিয়ে পুলিশ দ্বারা হয়রানী করা হয়। একারনে সজিব সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। অপরাধ বিচিত্রার তথ্য অনুসন্ধানে সজিব সিন্ডিকেটের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজী, অপহরন, জাল দলিল সৃজন, জোড়জুলুম ও সন্ত্রাসী কর্মকান্ড সহ নানা ধরনের অনিয়মের চিত্র উঠে এসেছে।


অনুসন্ধানে জানা গেছে, আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মমিনুর রহমান সজিব। গত ৫ বছর পুর্বেও তার নুন আনতে পান্তা ফুরাতো। অথচ এখন তিনি কোটিপতি। আওয়ামীলীগের রাজনীতির সুবাদে ক্ষমতার অপব্যবহার করে সাধারন মানুষকে ফাঁদে ফেলে টাকা পয়সা হাতিয়ে নেয়াই তার একমাত্র কাজ। তার সিন্ডিকেটের অন্যতম বিশ^স্ত সদস্য তারই আপন মামা গোপালনগর গ্রামের মৃত হাছান উল্লা পুত্র ইদ্রিস মিয়া। সজিব তার ভাগের টাকা বুঝে পেতে সব জায়গায় মামা ইদ্রিসকে ব্যবহার করে নিজে আড়ালে থেকে থানা পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ম্যানেজ করে দুমধামাকা অপকর্ম চালায়।

আজমিরিগঞ্জ উপজেলায় জাল দলিল তৈরির মাষ্টারম্যান বলে খ্যাত সমীপুর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র আলমাছ মিয়া সজিবের আরেক সদস্য। জাল দলিলের মাধ্যমে কিভাবে অন্যের জমি দখলে নিতে হয় তার পুরোটাই রপ্ত করেছে আলমাছ মিয়া। নিজের বাড়ীতেই রয়েছে জাল দলিল বানানোর জন্য বিভিন্ন যুগের ষ্টাম্প, সিল ও কালি সহ সাব-রেজিষ্টার অফিসের নানা উপকরন।

আলমাছ এতটাই দুর্ধর্ষ যে তার প্রতিবেশী আজমান মিয়ার জমি দখলে নেয়ার জন্য আজমানে ছেলে নাজমুল হাসানকে অপহরন করে দুই বছর পর্যন্ত গোপন আস্তানায় বন্দি করে রাখে। কিন্তু ভাইস চেয়ারম্যান সজিব থানা পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ম্যানেজ করে নাজমুল অপহরন মামলাটিকে এমনভাবে ধামা চাপা দেয়ার চেষ্টা করেছিলো যার কারনে আজমান মিয়া ঐ মামলাটি কোর্টে দুইবার নারাজি দিয়ে পিবিআই পুলিশের মাধ্যমে তার ছেলে নাজমুলকে অপহরনকারী আলমাছের নিকট থেকেই উদ্ধার করে।

নাজমুল অপহরন মামলায় আলমাছ এখন চার্জশীটভুক্ত আসামী। জাল দলিলের মাধ্যমে জমি দখলের কায়দা কানুন আলমাছ খুব ভালো ভাবেই জানে। আর একারনে সজিব তাকে সিন্ডিকেটভুক্ত করেছে।


জাল দলিল তৈরিতে সজিব সিন্ডিকেটের সদস্য আলমাছের কারিশমা
জাল দলিল তৈরির মাষ্টারম্যান আলমাছ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের শেল্টারে নিজের বাড়ীতে বসেই জাল দলিল তৈরি করে। যে দলিল গুলো পরবর্তীতে ভূমি সংশ্লিষ্ট অফিসে তল্লাশী দিলে অবিনকল পাওয়া যায় না। আবার পাওয়া গেলেও ঐ সব দলিলের সাথে বাস্তবতার সাথে কোন মিল থাকে না। আর এসব দলিল দিয়ে মামলা মোকাদ্দমা করে জনগনকে বছরের পর বছর হয়রানী করে মোটা অংকের টাকা পয়সা হাতিয়ে নেয় সজিব সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের এরূপ জাল জালিয়াতির খপ্পরে পড়ে সুবিচার থেকে বঞ্চিত হচ্ছে আজিমনগর গ্রামের মৃত রসিদ বকসের ওয়ারিশ আমিনুল হক।
অনুসন্ধানে জানা গেছে, আজমিরিগঞ্জ উপজেলার আজমিরিগঞ্জ মৌজাধীন ১১৪ নং খতিয়ানে সর্বমোট ৩০ টি এসএ দাগে ১৫ একর ৭৪ শতাংশ ভূমির রেকর্ডীয় মালিক মরহুম রসিদ বকস মিয়া সহ মোট ১১ জন। এর মধ্যে কতিপয় দাগে রসিদ বকস মিয়া একচ্ছত্র মালিক হলেও এসএ-১৬৮ দাগের ১ একর ৯৮ শতাংশ ভূমিতে রেকর্ডীয় মন্তব্য কলামে একক মালিকানা হওয়া সত্ত্বেও ভুলবশত এজমালী মালিকানায় অন্তভুক্ত হয়।

যার অর্থ ১১ জনই সমানভাবে অংশীদার। তবে রসিদ বকস মিয়া জীবিত থাকাকালীন সময়ে ও তাহার মৃত্যুর পর তার ওয়ারিশগনের সাথে উক্ত অংশীদারদের (১০জন) সাথে কখনো কোন প্রকার বিরোধ সৃষ্টি হয়নি। কিন্তু রসিদ বকসের ওয়ারিশ তার নাতি আমিনুল হক উক্ত রেকর্ডে এজমালী বিয়ষটি সংশোধনের জন্য এসিল্যান্ড অফিসে আবেদন জানালে তিনি জানাতে পারেন রেকর্ডীয় ১১ জন মালিকের মধ্য হতে মথুরা নাথ দাস, বঙ্কিম চন্দ্র দাস, রজনী কান্ত দে, সুরেশ চন্দ্র দে, হরেন্দ্র কুমার চৌধুরী, গিরিন্দ্র কুমার চৌধুরী, কমলা চরন দেবী, সচীনন্দন রায়, নারায়ন চন্দ্র রায় ও গোপেন্দ্র রায়ের নিকট হতে এসএ-১৬৮ দাগের ১ একর ৯৮ শতাংশ জমি ৮০০ নং সাবরেজিষ্ট্রার দলিলমুলে ৬ জুন-১৯৬৮ সালে ক্রয়সুত্রে মালিক হয়েছেন একই এলাকার ইন্তাজ আলীর পুত্র আরশাদ আলী।

এই দলিল অনুসারে রেকর্ডীয় মালিক রসিদ বকসের অংশ বিক্রিত হয় নাই। তাহলে রসিদ বকসের অংশ আরশাদ আলী কিভাবে মালিক হলেন। আবার ভূমি সংশ্লিষ্ট অফিস থেকে উক্ত তারিখের রেজিষ্ট্রিকৃত ৮০০নং দলিলটির অবিনকল উত্তোলন করা হলে দেখা যায়, উক্ত দলিলে জমির মালিক আব্দুর রহমান ও আজিজুর রহমান। মৌজা সোলোরি, বিথাঙ্গল পরগনা, তালুক-২৮৫০৬, খতিয়ান-১৯১, দাগ নং-১৪৯৬, জমির পরিমান-৪২ শতাংশ, উপজেলা আজমিরিগঞ্জ। অর্থাৎ আরশাদ আলীর দাবিকৃত দলিলের সাথে অবিনকলের উল্লেখিত তথ্যের সাথে কোন মিল নেই, শুধুমাত্র ৮০০ নাম্বার ও ৬ জুন-১৯৬৮ তারিখটাই মিল রয়েছে।

অথচ এই দলিল (৮০০ নং) বলেই আরশাদ আলী উক্ত জমি বিক্রি করেছে পাশর্^বতী শরীফনগরের হাফিজউদ্দিনের কাছে। আর হাফিজউদ্দিনের ওয়ারিশরা উক্ত দলিল বলে জমির মালিকানা দাবী করে ভাইস চেয়ারম্যান সজিব সিন্ডিকেটের কাছে বিক্রিও করেছে।
তবে আইনের কাঠগড়ায় এই দলিলের (৮০০নং) বৈধতা সঠিক প্রমান করতে না পেরে সজিব সিন্ডিকেট আরশাদ আলীর নামে একই ১১৪ খতিয়ানের এসএ-১৬৮ দাগের উক্ত ১ একর ৯৮ শতাংশ জমির উপর ৫৭০নং একটি রেজিষ্ট্রিকৃত দলিল উপস্থাপন করে। কিন্তু ভূমি সংশ্লিষ্ট অফিস থেকে রেজিষ্ট্রিকৃত ৫৭০ নং দলিলটির অবিনকল উত্তোলন করা হলে দেখা যায়, দলিলে জমির গ্রহীতা সুরুজ মিয়া তালুকদার এবং দাতা সাজিদউল্লা।

মৌজা-কাকাইলছেও, জেল নং-৫৯, খতিয়ান-৬৭১, দাগ নং-২১০২, জমির পরিমান-২৮ শতাংশ, দলিল রেজিষ্ট্রি তারিখ ৬ মার্চ-১৯৭৫ ইং। সুতরাং আরশাদ আলীর দলিল ও অবিনকলের তথ্যের সাথের কোন মিল নেই। এটিও জাল দলিল বলে প্রতীয়মান। আর এই ৫৭০নং দলিলটি ব্যবহার করেও সজিব সিন্ডিকেট ব্যর্থ হয়। অতপর সজিব সিন্ডিকেট ১১৪ নং খতিয়ানের এসএ-১৬৮ দাগের ১ একর ৯৮ শতাংশ জমি রেকর্ডীয় মালিক নারায়ন চন্দ্র রায় ও সচী নন্দন রায়ের ওয়ারিশগনেরা (৪ জন) বিগত ২১ মার্চ-১৯৭৫ ইং তারিখে ৭৫০নং রেজিষ্ট্রিকৃত দলিলমুলে আরশাদ আলীর নিকট সাবকবালা বিক্রি করেছে বলে দাবী করে।

যার কারনে আরশাদ আলীর নিকট থেকে ক্রয়সুত্রে উক্ত এসএ-১৬৮ দাগের ১ একর ৯৮ শতাংশ জমির মালিক এখন পাশর্^বতী গ্রামের মৃত হাফিজ উদ্দিন। আর হাফিজ উদ্দিনের ওয়ারিশগনের নিকট থেকে ক্রয়সুত্রে উক্ত জমির মালিক সজিব সিন্ডিকেট। তবে ৭৫০নং রেজিষ্ট্রিকৃত দলিলটিও সম্পূর্ন জাল জালিয়াতির আশ্রয় মাত্র। কারন ১১৪ খতিয়ানে এসএ রেকর্ড অনুযায়ী ১৬৮ দাগে ১ একর ৯৮ শতাংশ জমির মালিক ১১ জন (যেহেতু মন্তব্য কলামে এজমালী উল্লেখ করা আছে)। সুতরাং উক্ত ১১ জনের মধ্য হতে রেকর্ডীয় ২ জনের ৪ ওয়ারিশ ও রেকর্ডবর্হি: ভূত ৩ জন সহ সর্বমোট ৭ জনে কিভাবে ১১জনের সম্পূর্ন অংশ আরশাদ আলীর নিকট ৭৫০ নং দলিল মুলে সাবকবালা বিক্রি করেছে উক্ত দলিলে তার সুস্পষ্ট কোন ব্যাখ্যা নেই।


তবে ভূমি সংশ্লিষ্ট অফিস থেকে রেজিষ্ট্রিকৃত ৭৫০ নং দলিলটির অবিনকল উত্তোলন করা হলে দেখা যায়, ২১ মার্চ-১৯৭৫ ইং তারিখে আরশাদ আলীর নামে দলিলটি রেজিষ্ট্রি করা হয়েছে। জমির দাতা ৭ জন এবং গ্রহীতা আরশাদ আলী একাই। কিন্তু ৭৫০ নং দলিলে খতিয়ান উল্লেখ করা হয়েছে-১১২। অথচ বাস্তবে উক্ত মৌজায় ১১২ খতিয়ানে ১৬৮ দাগে ১ একর ৯৮ শতাংশ জমিরও কোন অস্তিত্ব নেই। এমনকি উল্লেখিত মৌজায় ১১২ নং খতিয়ান অন্তভুক্ত থাকলেও ১৬৮ নং দাগেরও কোন অস্তিত্ব নেই। তবে ১১২ খতিয়ানে ২৮২ নং একটি দাগের অস্তিত্ব পাওয়া যায় যেখানে ১১৪ খতিয়ানের ১৬৮ দাগের রেকর্ডীয় মালিক সচীনন্দন রায় ও নারায়ন রায়ের কিছু জমির অস্তিত্ব বিদ্যমান পাওয়া যায়।

অর্থাৎ ১১৪ খতিয়ানের এসএ-১৬৮ দাগে ও ১১২ খতিয়ানের ২৮২ দাগে সচীনন্দন রায় ও নারায়ন রায়ের জমির মালিকানা বিদ্যমান আছে। সুতরাং ৭৫০ নং দলিল বলে আরশাদ আলী ১১২ নং খতিয়ানের ১৬৮ দাগের ১ একর ৯৮ শতাংশ জমির মালিক বিদ্যমান হলে ১১৪ খতিয়ানে এসএ রেকর্ড ১৬৮ দাগের ১১জন মালিকের মধ্যে রসিদ বকসের কোন আপত্তি নেই। কিন্তু ১১২ খতিয়ানে ২৮২ দাগের মালিক সচীনন্দন রায় ও নারায়ন রায়ের ৪ ওয়ারিশের অস্তিত্ব খুজে পাওয়া গেলেও রেকর্ডীয় কাগজপত্রে অপর ৩ জন দাতা/মালিক কোন অস্তিত্ব নেই। সুতরাং আরশাদ আলীর ৭৫০ নং দলিলের সাথে বাস্তবতার কোন মিল নেই।


আর এই ৭৫০ নং দলিলের মাধ্যমেই আরশাদ আলীর নিকট থেকে ক্রয়সুত্রে উক্ত জমির মালিকানা প্রাপ্ত হয়েছেন হাফিজ উদ্দিনের ওয়ারিশগন। আবার হাফিজ উদ্দিনের ওয়ারিশগনের নিকট থেকে উক্ত জমির মালিক হয়েছেন সজিবের মামা ইদ্রিস মিয়া সহ তার সিন্ডিকেটের সকল সদস্য। তবে প্রচলিত আইনের এসব ভিত্তিহীন তথ্য উপাত্তকে বৈধ করতে না পেরে উক্ত জমি জবর দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছে ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব সিন্ডিকেট। তিনটি জাল দলিল করেও উক্ত জমির মালিকানা লাভে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে উক্ত জমি উপর স্থাপিত রসিদ বকস জুনিয়র স্কুলের সাইবোর্ড ও বাউন্ডারি বেড়া জোড়পূর্বক ভেঙ্গে ফেলেছে। এব্যাপারে জমির প্রকৃত মালিক রসিদ বকসের ওয়ারিশ আমিনুল হক আজমিরিগঞ্জ থানা অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। কারন মমিনুর রহমান সজিব উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক। তার নির্দেশনার বাইরে গিয়ে পুলিশ কোন কাজ করে না। আজমিরিগঞ্জ উপজেলার পুরোটাই সজীব সিন্ডিকেটের হাতে জিম্মি বলে জানায় এলাকাবাসী। সজিবের নানা অপকর্মের বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে। চলবে….।

এব্যাপারে জমির প্রকৃত মালিক রসিদ বকসের ওয়ারিশ আমিনুল হক আজমিরিগঞ্জ থানা অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। কারন মমিনুর রহমান সজিব উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহ্বায়ক। তার নির্দেশনার বাইরে গিয়ে পুলিশ কোন কাজ করে না। আজমিরিগঞ্জ উপজেলার পুরোটাই সজীব সিন্ডিকেটের হাতে জিম্মি বলে জানায় এলাকাবাসী। সজিবের নানা অপকর্মের বিস্তারিত থাকছে পরবর্তী পর্বে। চলবে….।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − four =