“র্দুর্নীতি দমন কমিশনের জরুরী হস্তক্ষেপ কামনা” বি.আই.ডব্লিউ.টি.এ-এর কর্মকর্তা ওয়াজকরনি এবং মো: আরিফ বিরুদ্ধে দুর্নীতির গণ অভিযোগ

0
531

মো: শামছ্ নূর: বি.আই.ডব্লিউ.টি.এ-এর কর্মকর্তা ওয়াজকরনি ও মো: আরিফ এর বিরুদ্ধে দুর্নীতির এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগে প্রকাশ, বি.আই.ডব্লিউ.টি.এ সদরঘাট, ঢাকা অফিসের কর্মকর্তা মো: আরিফ হোসেন ও টঙ্গী নদী বন্দর কর্মকর্তা একে ওপরের যোগ সাজসে একটি প্রভাবশালী মহল কর্তৃক প্রভাবান্বিত হয়ে তুরাগ থানার কামারপাড়া এলাকার জনৈক নাগর আলীকে সম্পূর্ন অবৈধ ও বেআইনি ভাবে রোশাদিয়া, মাছিমপুর ফেরী ও খেয়াঘাট পারাপার এর জন্য টোল আদায়ের অনুমতি প্রদান করে। গত ৩রা আগষ্ট ২০১৯ ইং বেলা আনুমানিক ১১:০০টায় রহস্যজনক কারনে প্রশাসনের লোকজন নিয়ে টোল আদায়রত অবস্থায় জনৈক নাসিরকে মারধর করে ও তার এক সহকর্মী আলী হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায় ও পরে অজ্ঞাত কারনে ছেড়ে দেয় এবং তালতলা, কামারপাড়া খেয়াঘাটে এসে ডিঙি নৌকা চালকদেরকে ডিঙি ভাড়া ৫ (টাকা) এর পরির্বতে ৩ (টাকা) ও উল্লেখিত ইজারাদারকে ২ টাকা করে ডিঙি নৌকা পারাপারের জন্য জনসাধারনের কাছ থেকে টোল আদায়ের নির্দেশ দেয়।

এ নিয়ে গরীব অসহায় ডিঙি নৌকা চালক ও যাত্রীসাধারনের  মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ডিঙি নৌকা ভাড়া কমানোর ফলে তাদের পরিবারে দেখা দিয়েছে চরম অশান্তি ও অভাব অনটনের ছায়া। যার নেপথ্যে রয়েছে বি.আই.ডব্লিউ.টি.এ-সদর ঘাট ঢাকা এর কর্মকর্তা মো: আরিফ হোসেন এবং টঙ্গী নদী বন্দর এর দুর্নীতিবাজ কর্মকর্তা মো: ওয়াজকরনি।

ডিঙি নৌকা চালকগন ও এলাকাবাসি উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে  উল্লেখিত অভিযোগটি  সরেজমিন তদন্ত র্পূবক দুর্নীতি দমন কমিশন এর জরুরী হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন। এ বিষয়ে বি.আই.ডব্লিউ.টি.এ মতিঝিল ঢাকা হেড অফিসে যোগাযোগ করা হলে উক্ত অফিসের কর্মকর্তাগন অত্র প্রতিবেদক কে জানান যে তারা এ বিষয়ে কোনকিছুই অবগত নন। চলবে…

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + fourteen =