Site icon Aparadh Bichitra

হারুনকে ৫ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুন অর রশীদকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুল্কমুক্ত গাড়ি ক্রয় করে পরে তা বিক্রির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

প্রসঙ্গত, হারুন অর রশীদ গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন।