তারা আমাদের কাছে আসতে পারতো, আমরা তাদের সব দাবি মেনে নিতাম

0
603

বেতন ভাতা বৃদ্ধিসহ নানা দাবিতে সাকিব-মুশফিকদের আন্দোলনের প্রেক্ষিতে আজ জরুরী সভা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড সভাপতি ও পরিচালকরা। সাকিবদের আন্দোলনের কারণে ভারত সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

আসন্ন ভারত সফরকে সামনে রেখে ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। যদি কোনো ক্রিকেটার এই ক্যাম্পে না থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ম্যাচ আয়োজন এবং জাতীয় দলের অনুশীলন ক্যাম্প আয়োজন অব্যাহত রাখবো। দেখা যাক কে যোগ দেয় আর কে না দেয়। যদি তারা ম্যাচ না খেলে এবং ক্যাম্পে যোগ না দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশের ক্রিকেটকে কারা ধ্বংস করতে চায় সেটা আমাদের খুঁজে বের করা প্রয়োজন। আমরা ক্রিকেটারদের খেলতে বলবো। যদি তারা খেলতে অস্বীকৃতি জানায় সেটা তাদের ব্যাপার।’

ক্রিকেটারদের দাবি নিয়ে পাপন বলেন, ‘তাদের (ক্রিকেটার) দাবিগুলো আমরা দেখেছি। আমি শকড, কারণ তারা এই দাবিগুলো নিয়ে আগে আমাদের কাছে আসেনি। তারা আমাদের কাছে আসতে পারতো, আমরা তাদের সব দাবি মেনে নিতাম।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

15 − fifteen =