Site icon Aparadh Bichitra

নুসরাতের বাবা আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ

বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুসরাতের বাবা এ কে এম মুসা সব আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি, পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তদন্ত দ্রুত শেষ করায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) বিশেষভাবে ধন্যবাদ জানান নুসরাতের বাবা।

এদিকে নুসরাতের পরিবাবেরর অপর সদস্যরা এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

এ হত্যা মামলার বাদী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন বলেই এত দ্রুত সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয়েছে।

নোমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারের পাশে ছিলেন বলেই আমরা এখনো টিকে আছি। আমাদের পুরো পরিবার প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ।