“ফুল ফুটেছে রাফির কবরে ফেনীর আদালত থাকবে সারা দেশের মানুষের নজরে”

0
682

বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

এদিকে, এই রায়কে ঘিরে বুধবার থেকে একটি ফুটন্ত সাদা গোলাপ ফুলের ছবিসহ স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। তাতে লেখা, ‘ফুল ফুটেছে রাফির (নুসরাত জাহান) কবরে ফেনীর আদালত থাকবে সারা দেশের মানুষের নজরে’। স্ট্যাটাসে নেটিজেনরা নুসরাত হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

তাদেরই একজন হুমায়ুন কবির। বৃহস্পতিবার তিনি লিখেন, “ফুল ফুটেছে রাফির কবরে ফেনীর আদালত থাকবে সারা দেশের মানুষের নজরে” এই হল আজকের ফেনীবাসীর স্লোগান।

তবে শুধু ফুটন্ত সাদা গোলাপ নয়, কেউ কেউ নুসরাতের কবরের বেষ্টনীর সঙ্গে থাকা ফুটন্ত লাল গোলাপের ছবিও পোস্ট করে অপরাধীদের শাস্তি দাবি করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + 18 =