Site icon Aparadh Bichitra

আজিজ মোহাম্মদ এর ভাতিজা ওমর মোহাম্মদকে আসামি করে হয়েছে

দেশের আন্ডারওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযানের ঘটনায় দুটি মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় মাদকবিরোধী আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মামলা দুটি করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খোরশেদ আলম। তিনি বলেন, ‘একটি মামলায় আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাইকে আসামি করে হয়েছে। আর অন্য একটি মামলায় অভিযানে আটক নিবীন ও পারভেজকে আসামি করে করা হয়েছে। তারা দুজনই মদ বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, রোববার গুলশান-২ এ আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান পরিচালনা করে একটি মিনি বার, একটি বিদেশী মদের গোডাউন, বিপুল পরিমানে মদ, সিসা মাদক, গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই বাসার দুইজন কেয়ারটেকারকে আটক করা হয়।

রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত আজিজ মোহাম্মদ ভাইয়ের মালিকানাধীন গুলশান-২ নম্বরের ৫৭ সড়কের ১১/এ বাড়িটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণে অবৈধ বিদেশি নামিদামি ব্র্যান্ডের মদ, গাঁজা, সিসা খাওয়ার সামগ্রী, ক্যাসিনো খেলার সামগ্রী জব্দ করা হয়। এছাড়া ওই বাড়ির ছাদে একটি মিনি বারের সন্ধানও পাওয়া যায়।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান জোনের পরিদর্শক এস এম শামসুল কবির বাদি হয়ে একটি মামলা এবং উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বাদি হয়ে অপর একটি মামলা দায়ের করেন। দুই মামালাতে আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই ও ওই বাড়ির দুই কেয়ারকেটাক নবীন ও পারভেজ আসামি করা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়েছে।

অধিদফতরে এই কর্মকর্তা বলেন, এদিকে আজিজ মোহাম্মদ ভাইয়ে বাসার টপফ্লোরে থাকা মিনি বার থেকে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। সে বিষয়ে গুশলান থানায় পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। ক্যাসিনোর বিষয়টি তারা তদন্ত করবে।

রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গুলশান-২ এর ৫৭ নম্বর রোডের ১১/এ ও বি নম্বর আজিজ মোহাম্মদ ভাইয়ের বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই অভিযানে ভবনের টপফ্লোরে একটি মিনি বারের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অবৈধ ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি, ৪ কেজি সিসা মাদক (দুই প্যাকেট) ও সেবনের সরঞ্জাম, ৩৮২ বোতল বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ, ২শ’গ্রাম গাজা ও ২৪ ক্যান বিয়ার জব্দ কর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এছাড়াও ওই ভবনের তৃতীয় তলায় আজিজের ছোট ভাই রাজা মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এছাড়াও ভবনের দুইজন কেয়ারটেকার নবীন ও পারভেজকে আটক করে অধিদফতরের কর্মকর্তারা। তবে আজিজের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই অভিযানের আগেই বাসা থেকে পালিয়ে যায়।