সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা

0
579

কুষ্টিয়ার মিরপুর থানায় দায়ের করা শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষক আবু তালেবকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। আজ বেলা ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি আবু তালেব মিরপুর উপজেলার মিঠন হঠাৎপাড়া গ্রামের রওশন আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ই সেপ্টেম্বর সন্ধ্যায় শিশু সাবিহা (৭) নিজ বাড়ির আঙ্গিনা মিরপুর উপজেলার মিঠন গ্রামে প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলা করার সময় নিঁখোজ হয়। পরদিন সকালে পার্শ্ববর্তী মাঠের ধানক্ষেতের সেচ খাল থেকে শিশু সাবিহার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মামলা হলে মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ১২ই ডিসেম্বর আদালতে আবু তালেবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের কৌশুলী মেহেদী হাসান জানান, শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি আবু তালেবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =